প্রকাশিত: Mon, Dec 19, 2022 6:32 AM
আপডেট: Tue, Apr 29, 2025 5:41 AM

বাংলাদেশ যেনো এক টুকরো আর্জেন্টিনা

আখিরুজ্জামান সোহান: অবশেষে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান, মেসির হাতেই উঠলো কাক্সিক্ষত বিশ্বকাপ। তাই বাঁধভাঙ্গা আনন্দে ফেটে পড়েন রাজধানী ঢাকাসহ সারাদেশের আর্জেন্টনা ভক্তরা। খেলার শেষ বাঁশি বাজতেই আর্জেন্টাইন সমর্থকরা সাদা-নীল পতাকা নিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেন। প্রিয় দলের সমর্থনে মুহুর্মুহু উন্মাতাল স্লোগানে ফেটে পড়ে টিএসসি। ঢাকা বিশ^বিদ্যালয়ের হলগুলোতেও ছিলো একই চিত্র।

উল্লাস ছিলো ঘরে ঘরে। রাজধানীর জিগাতলা, মিরপুর, এলিফ্যান্ট রোড ঘুরে দেখা যায় আর্জেন্টিনা সমর্থকদের বিজয় মিছিল। তারা মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে সেøাগান দেন।  রোববার রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার জমজমাটপূর্ণ ফাইনাল ম্যাচের পর সারাদেশে এমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব